‘আমার ভাই ভিনি রাজনীতির শিকার’

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে রীতিমতো বরযাত্রার প্রস্তুতিই নিয়ে রাখা হয়েছিল। বিমান ভাড়া করে রেখেছিল প্যারিসের। তবে শেষ মুহূর্তে যখন জানা যায় ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি’অর জিতছেন না, তাতেই সব পরিকল্পনা বাতিল করে দেয় মাদ্রিদ।

ভিনি ব্যালন না পেলেও রিয়াল মাদ্রিদের ঘরে গতকাল একাধিক ট্রফি আসার কথা ছিল। বর্ষসেরা ক্লাব, বর্ষসেরা কোচ আর বর্ষসেরা গোলদাতার পুরস্কার পাওয়ার কথা দলের বর্তমান সদস্যদের। তবে ভিনির ব্যালন ডি’অর না পাওয়াটা এতটাই প্রভাব ফেলেছে যে, সেসবও তাদের মন গলাতে পারেনি আর।  

বিজ্ঞাপন

বিষয়টা পরিষ্কার হলো ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার পর। রিয়াল মাদ্রিদের সাবেক থেকে বর্তমান সব ফুটবলারই ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের সবার পোস্টেই সুর এক, ভিনিই যোগ্য প্রার্থী ছিলেন। 

টনি ক্রুস ভিনির সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘দ্য বেস্ট’। এরপর ভিনির সাবেক সতীর্থ কারিম বেনজেমা লিখলেন, ‘ত্রপ ফর্ত’ যার মানে হচ্ছে অনেক বেশি শক্তিশালী। এর মাধ্যমে তিনি হয়তো ভিনিসিয়ুসের জন্য তার সমর্থনটাকেই বুঝাতে চেয়েছেন।  

বিজ্ঞাপন

তার বর্তমান সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা তার পুরস্কার না পাওয়াকে দেখছেন ‘ফুটবলের রাজনীতি’ হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি শুরুতেই তিনি লেখেন ফুটবল রাজনীতি, সঙ্গে জুড়ে দেন ক্রস চিহ্নের ইমোজি। এরপর বললেন, ‘আমার ভাই, তুমি বিশ্বসেরা। কোনো পুরস্কারই এটাকে বদলাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি ভাই।’

এর আগে পরে তার অন্য সতীর্থও তার পক্ষে লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেরা কোচ হওয়া কার্লো আনচেলত্তিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পাশে দাঁড়িয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার পরিবার, আমার সভাপতি, আমার ক্লাব, আমার খেলোয়াড় এবং সর্বোপরি ভিনি এবং কারভাহালকে ধন্যবাদ জানাতে চাই আমি।’ তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো গোয়েজ লিখেছেন, ‘আমাদের পৃথিবী থেমে থাকে না, আমরা এগিয়ে যেতে থাকব। তোমাকে ভালোবাসি ভিনি।’