ভিনি-এমবাপের গোলে রিয়ালের জয়
সবশেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোয় না খেলেও সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের হয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে তোপের মুখে পড়েছিলেন তিনি। এদিকে ভিনিসিয়াস জুনিয়রও চোটের কারণে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি।
সে বিরতি শেষে ক্লাব ফুটবল মাঠে ফিরেছে গত রাতে। সেই দুজনই রিয়াল মাদ্রিদের হয়ে আলো কেড়ে নিলেন। দুজনই করলেন গোল। তাতে সেল্তা ভিগোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
গত রাতে বালাইদোসে ২০ মিনিটে সেল্তার ভুলের সুযোগ নিয়ে এমবাপে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে এগিয়ে নেন। প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে তিনি মৌসুমে নিজের ষষ্ঠ গোলটি করেন। তবে স্বাগতিকরা ম্যাচে সমতা ফেরায় ম্যাচের ৫১ মিনিটে। অস্কার মিনগেসার ক্রস থেকে গোল করেন উইলিয়ট সোয়েদবার্গ।
পরিস্থিতি বদলাতে ৬৩ মিনিটে কোচ কার্লো আনচেলত্তি দলে পরিবর্তন আনেন। ফেদে ভালভার্দের বদলে লুকা মদ্রিচকে মাঠে আনেন তিনি। সেই মদ্রিচ ৩ মিনিট পরই খেলার ধারা বদলে দেন। তার থ্রু পাস ধরেই ভিনিসিয়াস গোল করেন ৬৬ মিনিটে। ফলে রিয়াল ম্যাচ শেষ করে ২-১ জয় নিয়ে।
এই জয়ের পর রিয়াল শীর্ষে থাকা বার্সাকে ধরে ফেলেছে। দুই দলেরই পয়েন্ট এখন ২৪। যদিও বার্সার ম্যাচ ৯টি আর রিয়ালের ১০টি।