নীতিশ-সুন্দরের ব্যাটে স্বস্তির দিন ভারতের
ফলো-অনের শঙ্কা নিয়েই দিনটা শুরু করেছিল ভারত। মনে হচ্ছিল মেলবোর্নে ভারতকে অলআউট করে আজই ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। টপ অর্ডার ব্যর্থ। কিন্তু এরপর ঘুরে দাঁড়ানোর অসাধারণ এক গল্প লিখলেন নীতিশ কুমার রেড্ডি। তাকে সঙ্গ দিলেন ওয়শিংটন সুন্দর। তাদের দাপটেই ফলো-অন থেকে বাঁচল ভারত। দেখার মতো এক শতরান করে অপরাজিত নীতিশ!
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বিরাট কোহলি-ঋষভ পান্তরা। তারপর আজ শনিবার টেস্টের তৃতীয় দিনের সকালে দ্রুত উইকেট হারালে ফলো-অনের পথে ছিল ভারত। তারপর নীতিশ রেড্ডি ও ওয়শিংটন সুন্দর যেখাবে লড়লেন তাতে দিনশেষে ক্ষাণিকটা স্বস্তি নিয়ে ফিরল রোহিত শর্মার দল।
তৃতীয় দিন শেষে মেলবোর্ন টেস্টের ১ম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলেছে ভারত। যদিও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১১৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। রয়েছে মাত্র এক উইকেট। নীতিশ ১০৫ ও ২ রানে নটআউট মোহাম্মদ সিরাজ!
আজ শনিবার ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেভারত। পান্ত ও রবীন্দ্র জাদেজা সকালে বেশিক্ষণ লড়তে পারলেন না। পান্ত ফেরেন ২৮ রানে। জাদেজা ১৭। এ পর্যায়ে ২২১ রানে ৭ উইকেট শেষ ভারতের। অস্ট্রেলিয়ার ১ম ইনিংসে ৪৭৪ রানের সামনে তখন দিশেহারা সফরকারীরা।
তখনই রেড্ডি দেখিয়ে দিলেন এভাবেও ব্যাট করা যায়। সুন্দরকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে করেন ১২৭ রান। ১৬২ বলে ৫০ রান সুন্দর ফিরে গেলেও নীতিশ তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরান। পাহাড় প্রমাণ রানের চাপ সামলে টেস্ট প্রথম সেঞ্চুরি হাঁকালেন নীতিশ।
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স আর নাথান লায়নদের দেখে খেলে ১৮১ বলে দুর্দান্ত সেঞ্চুরি তুলেন নীতিশ। হাফ সেঞ্চুরি করে এদিন আল্লু অর্জুনের ‘পুষ্পা’ স্টাইলে সেলিব্রেট করেছিলেন। সেঞ্চুরির পর ব্যাট মাটিতে সোজা করে রেখে তার উপর রাখলেন হেলমেট। তারপর উপর দিতে হাত তুলে আকাশে তাকালেন করলেন! আর গ্যালারিতে বসে ছেলের এই ইনিংস দেখেছেন তার নীতিশের বাবা!
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৪৭৪/১০ (স্মিথ ১৪০)
ভারত: ১ম ইনিংসে৩৫৮/৯ (যশস্বী ৮২, রেড্ডি ১০৫*, সুন্দর ৫০)