জুভেন্টাস ছাড়া অন্য কিছু নেই পগবার মনে
৪ বছরের নিষেধাজ্ঞা ১৮ মাসে নেমে আসতেই পল পগবার সামনে সুযোগের দুয়ার খুলে গেছে। আগামী মার্চেই তিনি নামতে পারবেন মাঠে। নিষেধাজ্ঞার আগে তিনি ছিলেন জুভেন্টাসের খেলোয়াড়, নিষেধাজ্ঞা কাটিয়েও তিনি জুভেন্টাসেই থাকতে চান।
‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান তিনি। বলেন, ‘আমি জুভের হয়ে আবার খেলতে বেতন ছাড়তেও প্রস্তুত আছি। আমি এই ক্লাবের হয়েই ফিরে আসতে চাই।’
পগবার জুভেন্টাসের সাথে চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। চুক্তি অনুসারে তার প্রতি বছর ৮ মিলিয়ন ইউরো বেতন পাওয়ার কথা। তবে তার নিষেধাজ্ঞার সময়, সিরি এ'র চুক্তি অনুযায়ী তিনি প্রতি মাসে মাত্র ২০০০ ইউরোর কিছু বেশি বেতন পাচ্ছেন।
পগবার নিষেধাজ্ঞা কমে যাওয়ার পরও ইতালিয়ান সংবাদমাধ্যমে খবর এসেছে যে জুভেন্টাস তার চুক্তি বাতিল করার চেষ্টা করছে। তবে পগবা জানালেন, তিনি ফিরে আসার পর বিশ্ব দেখতে পাবে এক নতুন পগবাকে। তিনি বলেন, ‘এটা একটা নতুন পগবা হবে, আরও ক্ষুধার্ত, আরও জ্ঞানী এবং শক্তিশালী... আমি শুধু ফুটবল খেলতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি জুভেন্টাসের হয়ে অনুশীলন এবং খেলার জন্য প্রস্তুত হতে চাই। আমি জুভের খেলোয়াড়, আমার মনে এটা ছাড়া আর কিছু নেই।’
পগবাকে গেল বছর ডোপিংয়ের জন্য চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে চলতি অক্টোবরের শুরুতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট সে শাস্তি ১৮ মাসে নামিয়ে আনে। যার ফলে তিনি আগামী বছরের ১১ মার্চ থেকে আবার খেলতে পারবেন।
২০২৩ সালের আগস্টে জুভেন্টাস-উদিনেসের ম্যাচের পর পগবার শরীরে টেস্টোস্টেরনের উপস্থিতি পাওয়া যায়। এর পর সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে ইতালিয়ান ন্যাশনাল অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। পগবার প্রতিনিধিরা জানিয়েছেন, টেস্টোস্টেরনের উপস্থিতি যুক্তরাষ্ট্রে এক চিকিৎসকের দেওয়া খাদ্য সম্পূরক থেকে এসেছিল।