অবশেষে ক্যারিয়ার গোল্ডেন স্লাম জকোভিচের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি ২৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ। তবে আগের চারবারের প্রচেষ্টায় জেতেননি কোনো অলিম্পিকের সোনা। অবশেষে পঞ্চমবারের প্রচেষ্টায় অবশেষে ক্যারিয়ার গোল্ডেন স্লাম জকোভিচের। রোববারের ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে অলিম্পিকের সোনা জেতেন এই সার্বিয়ান মহাতারকা। 

বিজ্ঞাপন

তর্কসাপেক্ষে এই লড়াইকেই টেনিস ইতিহাসের সবচেয়ে লম্বা ফাইনাল বলছেন সবাই। কেননা ২ সেটেই এই ফাইনাল ম্যাচ গড়িয়েছে ২ ঘণ্টা ৫০ মিনিটে। তবে ২০১২ অস্ত্রেলিয়ান ওপেন তো শেষ হয়েছিল ৫ ঘণ্টা ৫৩ মিনিটে। অবশ্য সেই ম্যাচ ছিল ৫ সেটের। তাই তো গড়ের হিসেবেও এক্তে সবচেয়ে লম্বা ও রোমাঞ্চকর ফাইনাল। 

এদিন আলকারাজকে ৭-৬ (৭/৩), ৭-৬ (৭২/) গেমে হারান জকোভিচ। 

এদিকে টেনিস ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লাম ও অলিম্পিক সোনা জিতে ক্যারিয়ার গোল্ডেন স্লাম হলো জকোভিচের। এর আগে যেই কীর্তি স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামসের। 

রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লাম। প্রাপ্তির খাতা পূর্ণই ছিল না? তবে না সোনার পালকটা যে ছিল বাকি। ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন জকোভিচ। পরের তিন আসরের বিদায় নেন সেমি-ফাইনালে। আগের সব হতাশা ছাপিয়ে সোনার পলক অবশেষে জকোভিচের মুকুটে।