প্যারিস অলিম্পিকে বাছাইপর্ব থেকেই বাদ সামিউল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশী সাঁতারু সামিউল ইসলাম রাফি। প্যারিস অলিম্পিকে আজ (মঙ্গলবার) ১০০ মিটার ফ্রি-স্টাইলের বাছাইপর্বে পুলে নেমেছিলেন তিনি। কিন্তু চমক দেখাতে ব্যর্থ হলেন ১৯ বছর বয়সী এই তরুণ। ইভেন্টটির দ্বিতীয় হিটে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে হিটে আটজনের মধ্যে পঞ্চম হন নৌবাহিনীর এই সাঁতারু। 

সাঁতারের ১০০ মিটার ফ্রি-স্টাইলে ১০ হিটে অংশগ্রহণ করেন মোট ৭৯ জন সাঁতারু, যেখানে সামিউল হয়েছেন ৬৯তম। ৪৭.৫৭ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। সময়ের বিবেচনায় এই পর্ব থেকে মোট ১৬ জন জায়গা পেয়েছেন সেমিফাইনালে।

বিজ্ঞাপন

সেখানে সবশেষ ১৬তম হওয়া দক্ষিণ কোরিয়ার সুন-উ হোয়াং সময় নেন ৪৮.৪১ সেকেন্ড। এতেই বাছাইপর্ব পেরোনো থেকে সময়ের বিবেচনায় যোজন যোজন দূরে ছিলেন সামিউল।

থাইল্যান্ডে কেবল পাঁচ মাস প্রশিক্ষণেই টাইমিংয়ে দারুণ উন্নতি করেন সামিউল। এতেই সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার নজর কেড়ে পান প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড। তাকে নিয়ে প্রত্যাশা স্বাভাবিকভাবেই ছিল অনেক বেশি। তবে সেখানে উতরে যেতে পারলেন না তিনি।