১৬ বছর বয়সেই জিতলেন অলিম্পিকের স্বর্ণপদক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অলিম্পিকের মঞ্চে এবার দেখা গেল নতুন এক ইতিহাস। চলতি প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনের প্রথম স্বর্ণপদক জিতেছেন দক্ষিণ কোরিয়ার বান হিওইন। তার বয়স মাত্র ১৬ এবং পড়ছেন হাই-স্কুলে। এই বয়সেই তার এই সাফল্য অবাক করেছে বিশ্বকে!

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার এই তরুণী। সোনা জয়ের লড়াইয়ে হিওইনের  প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। লড়াই শেষে তাদের দুজনের স্কোর ছিল সমান ২৫১.৮। পড়ে শুট-অফে জিতে যান হিওইন। এদিকে সেই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট।

বিজ্ঞাপন

গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে হিওইনের এই পদকটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের ১০০তম অলিম্পিক সোনা। 

এখন পর্যন্ত ৪টা সোনাসহ মোট ৭টি মেডেল নিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। এদিকে সমান সখ্যক সোনা ও অন্যান্য পদক নিয়ে দুইয়ে আছে জাপান। শীর্ষে আছে চীন, ৪টি সোনাসহ এখন পর্যন্ত তাদের মোট পদক ৮টি।