বাছাইপর্বও পেরোতে পারলেন না রবিউল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সেরা আটে থাকার লক্ষ্য নিয়ে প্যারিস অলিম্পিকে গিয়েছিলেন রবিউল ইসলাম। তবে তার সে আশা পূরণ হলো না আদৌ। তিনি বাছাইপর্বও পেরোতে পারেননি। ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন তিনি। 

আজ রবিউল বাছাইপর্বে মোটেও ভালো করতে পারেননি। তার ক্যারিয়ার গড় ৬২৬-৭। কিন্তু আজ সেটাও ছুঁতে পারেননি। করেছেন ৬২৪.২। তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে তার।  

বিজ্ঞাপন

অন্যদিকে বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭। অবশ্য দুইয়ে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজের স্কোরও শেংয়ের সমান। 

অলিম্পিকে শুটার রবিউল অংশ নিয়েছিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। অলিম্পিক শুটিংয়ে সরাসরি খেলতে পারেননি বাছাইপর্বে মাত্র ০.৩ স্কোর পিছিয়ে থাকায়। তবুও রবিউল এবং তার কোচের প্রত্যাশা ছিলো এই ইভেন্টে টপ এইটে খেলবেন। সে আশা আর পূরণ হলো না তার।