সিরিজ বাঁচাতে বাংলাদেশের টার্গেট ৫১১ রান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্ট জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্বরেকর্ড! কারণ চতুর্থ দিনের প্রথম সেশনে এসে ১৫৭ রানে ৭ উইকেট হারিয়ে ডিক্লেয়ার দিয়েছে লঙ্কানরা। এতে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়িয়েছে ৫১১ রানে। টেস্ট ইতিহাসে এত বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলেরই। তাই জয়ের জন্য টাইগারদের গড়তে হবে বিশ্বরেকর্ড।

এর আগে দ্বিতীয় ইনিংসে গতকাল তৃতীয় দিনে ব্যাট হাতে নেমে হিমশিম খাচ্ছিল শ্রীলঙ্কা। দিনটা তারা শেষ করেছিল ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলে। তারপরও তারা এগিয়ে ছিল ৪৫৫ রানে। তার সঙ্গে আজ প্রথম সেশনে স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেছে সফরকারীরা।

বিজ্ঞাপন

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন সাকিব আল হাসান। এর আগেই অবশ্য ক্যারিয়ারের ৪১তম ফিফটি তুলে নিয়েছেন লঙ্কান এই অলরাউন্ডার।

উইকেটে সবশেষ প্রবাথ জয়াসুরিয়া আর বিশ্ব ফার্নান্দো মিলে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ইনিংস ঘোষণা করলেন। ফলে বিশাল রান তাড়ার উদ্দেশ্যে প্রথম সেশনের শেষ ভাগেই মাঠে নেমে পড়েছে বাংলাদেশ দল।