চা বিরতির আগেই অলআউট বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তৃতীয় দিনটা শুরু হয়েছিল ১ উইকেটে ৫৫ রান থেকে। জাকির হাসান ও তাইজুল ইসলামের দৃঢ়তায় ছন্দেই এগোচ্ছিল স্বাগতিকরা। ৯৬ রানেও তখন ১ উইকেট। তবে ১০৫ রান পৌঁছাতেই সাজঘরে আরও ৩ ব্যাটার। ব্যাটিং ধসে সেই শুরু। যা চলে চা বিরতির আগ পর্যন্ত। দ্বিতীয় সেশনের শেষ দিকে এসে যখন ৮ উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল সেখানে একাই লড়ছিলেন মুমিনুল হক। তবে শেষ ৩ রানের মধ্যে মুমিনুলসহ শেষ ব্যাটারকে সাজঘরে পাঠায় লঙ্কান পেসাররা। এতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৮ রানের। সফরকারীদের চেয়ে এখনো ৩৫৩ রান পিছিয়ে আছে শান্ত-লিটনরা। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন জাকির। দলীয় ৯৬ রানে এই বাঁহাতি ব্যাটার ফেরার পরই শুরু হয় ছন্দপতনের। এদিকে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১)। 

বিজ্ঞাপন

প্রায় এক বছর পর টেস্টে ফেরেন সাকিব। ৩ উইকেট শিকারে বোলিংটা ভালোর কাতারে থাকলেও ব্যাট হাতে ফিরলেন স্রেফ ১৫ রান করে। সাকিব ফেরার সেই একই ওভারে দলীয় ১৩০ রানের মাথায় ফেরেন লিটনও (৪)। সেখান থেকে শেষের রান টুকু এসেছে মুমিনুলের সুবাদে। থিতু হওয়ার পথে থাকা এই বাঁহাতি ব্যাটার ৩৩ রানে ফেরার এক ওভার বাদে সাজঘরে শেষ ব্যাটার খালেদও। 

এদিকে এদিনও ব্যাটারদের ভোগালেন লঙ্কান পেসারা। ইনিংসের ৮টি উইকেটই নিয়েছেন তিন পেসার বিশ্ব, আসিথা ও লাহিরু। 

এর আগে দ্বিতীয় দিনের শেষ বিকেল পর্যন্ত ব্যাট করে ১৫৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৩১ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। বিশাল এই সংগ্রহের দিনে কেউ সেঞ্চুরি না পেলেও শ্রীলঙ্কার ছয় ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। এর মধ্যে দলীয় সর্বোচ্চ ৯৩ রান করেন কুশল মেন্ডিস। এছাড়াও সেঞ্চুরি কাছে গিয়ে ৯২ রানে অপরাজিত ছিলেম সিরিজে দারুণ ছন্দে থাকা কামিন্দু মেন্ডিস।  

সেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাকিব, দুটি নেন অভিষিক্ত হাসান মাহমুদ। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৩১ (১৫৯ ওভার) (কুশল ৯৩, কামিন্দু ৯২*, করুনারত্নে ৮৬, ধনঞ্জয়া ৭০; সাকিব ৩/১১০, হাসান ২/৯২)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৮ (৬৮.৪ ওভার) (জাকির ৫৪, মুমিনুল ৩৩; আসিথা ৪/৩৪, লাহিরু ২/১৯)