হায়দরাবাদকে টপকে গেল গুজরাট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইপিএলে দিনের প্রথম ম্যাচে আহমেদাবাদের মাঠে মখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যেখানে দুর্দান্ত ফর্মে থাকা হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে গুজরাট।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী খেলা দেখাতে থাকে হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং মায়াংক আগারওয়াল। আগের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখানো হেড এদিন ফিরেছেন ব্যক্তিগত ১৯ রানেই। দলের অন্যান্য ব্যাটারদের যাওয়া আসার মাঝে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ রান করে এসেছে অভিষেক শর্মা ও আব্দুল সামাদের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

নির্ধারিত ওভারে ১৬৩ রানের লক্ষ্যে মাঠে নামে শুবমান গিলের গুজরাট। ব্যক্তিগত ৩৬ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক শুবমান। তবে সাই সুদর্শন এবং ডেভিড মিলারের ব্যাটে ভর করে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। এতে পয়েন্ট তালিকার চারে উঠে এলো গুজরাট এবং পাঁচে নামল হায়দরাবাদ।

সংক্ষিপ্ত স্কোরঃ

হায়দরাবাদঃ ১৬২/৮ (২০ ওভার);  অভিষেক ২৯, সামাদ ২৯; মোহিত ৩-২৫, নুর ১-৩২।

গুজরাটঃ ১৬৮/৩ (১৯.১ ওভার); সাই ৪৫, মিলার ৪৪*; কামিন্স ১-২৮, শাহবাজ ১-২০।

প্লেয়ার অব দ্য ম্যাচঃ মোহিত শর্মা