সাকিবের ফেরার দিনে হাসান মাহমুদের অভিষেক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৯ নভেম্বর ২০২৩। ভারত বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। যা একটা বাড়তি সূত্র টেনে মানুষের মনে রয়ে গেছে এখনো। ‘টাইমড আউট’ বিতর্ক। সেই ম্যাচে আবার ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব আল হাসান। এতে ছিটকে যান বিশ্বকাপের বাকি ম্যাচগুলো থেকে। এরপর থেকেই এখন পর্যন্ত আর আন্তর্জাতিক ম্যাচে নামেননি দেশসেরা এই অলরাউন্ডার। সেখান থেকে ১৪২ দিন পর সেই লঙ্কানদের বিপক্ষেই টেস্ট দিয়ে জাতীয় জার্সিতে ফিরলেন সাকিব। কেবল ফরম্যাটটা ভিন্ন। 

১৪২ দিন জাতীয় দলে ফিরলেও টেস্টে ৩৫৬ দিন পর ফিরলেন সাকিব। সবশেষ গত বছরের এপ্রিলে আয়ারল্যান্ডে বিপক্ষে টেস্টে খেলেছিলেন তিনি। 

বিজ্ঞাপন

এদিকে সাকিবের একাদশে ফেরার দিনে লাল বলের ক্রিকেটে অভিষেক হলো পেসার হাসান মাহমুদের। জাতীয় দলে বছর চারেক আগেই অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী এই ডানহাতি পেসারের। তবে এতদিনেও সুযোগ মেলেনি ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক ফরম্যাটটিতে। অবশেষ ফুরাল সেই ক্ষণ। চট্টগ্রামে টেস্টই সাদা জার্সি গায়ে জড়ালেন হাসান। 

জাতীয় দলে সাদা বলে দুই ফরম্যাটে এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলছেন হাসান। সেখানে উইকেট নিয়েছেন মোট ৪৮টি। 

চট্টগ্রাম টেস্টে টস জিতে ইতিমধ্যে ব্যাটিংয়ে নেমে পড়েছে লঙ্কানরা। সেখানে নিজের তৃতীয় ওভারেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা পেয়ে যেতে পারতেন হাসান। তবে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ওপেনার নিশান মাদুশকার ব্যাটের কানায় লেগে উইকেটের পেছেন গেলে টা তালুবন্দি করতে ব্যর্থ হন দ্বিতীয় স্লিপে থাকা মাহমুদুল হাসান জয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে বিনা উইকেটে লঙ্কানদের সংগ্রহ ২৪ রান।