সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থিরিমান্নে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রীলঙ্কার উত্তর-মধ্য শহর অনুরাধাপুরার কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন। তিনি যে গাড়িতে করে যাচ্ছিলেন, সেটির সঙ্গে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

থিরিমান্নের আঘাতের মাত্রা এখনও বোঝা যায়নি, তবে তিনি বর্তমানে অনুরাধাপুরা টিচিং হাসপাতালে আশঙ্কামুক্ত আছেন। দুর্ঘটনাকবলিত সেই গাড়িতে আরও এক যাত্রী ছিলেন। তিনিও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন
দুর্ঘটনার শিকার হওয়া গাড়ি ও লরি

 দুর্ঘটনার সময় থিরিমান্নে তীর্থযাত্রায় ছিলেন বলে জানা গেছে। গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল।

২০১০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থিরিমান্নে এখন পর্যন্ত মোট ৪৪টি টেস্ট ম্যাচ, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দল ছাড়াও মোট তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন এবং দুটি ওয়ানডে বিশ্বকাপও খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে তার খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২২ সালের মার্চে। ১৩ বছরের ক্যারিয়ারের পর তিনি ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।