লঙ্কানদের দাপুটে শুরুর পর তানজিমের জোড়া আঘাত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই লঙ্কানদের ব্যাটিং ইনিংসে একটা বিষয় ছিল কমন, বাংলাদেশি পেসারদের তোপে শুরু দিকেই উইকেট হারিয়েছে তারা। তারই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও প্রথম পাওয়ার প্লেতে দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে বোলিংয়ে আনেন নাজমুল হোসেন শান্ত। 

তবে এই ম্যাচে মরুর উল্টো দিক দেখল স্বাগতিকরা। টসে জিতে শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে  আভিশকা ফের্নান্দো ও পাতুম নিশাঙ্কা। শুরুর ৯ ওভার পর্যন্ত ম্যাচ ছিল লঙ্কানদের দখলেই। সেখানে বিনা উইকেটে ৬৮ রান তুলেছিল তারা। তবে শরিফুল-তাসকিন-তাইজুলদের ছাপিয়ে দলকে শুরুর ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। নিজের পরপর দুই ওভারেই ফেরান উড়তে থাকা দুই ওপেনার আভিশকা (৩৩) ও নিশাঙ্কাকে (৩৬)।

বিজ্ঞাপন

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেটে রান ৭৪ রান তুলেছে সফরকারীরা। 

তানজিমের জোড়া শিকারেই ম্যাচে ফিরতে শুরু করলো স্বাগতিকরা। প্রথমটি ম্যাচের প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে, সেখানে আভিশকাকে ফেরান এই ডানহাতি পেসার। উইকেটের পেছনে সহজ এক ক্যাচ নেন মুশফিক। এরপর নিজের পরের ওভারেই উড়তে থাকা আরেক ওপেনার নিশাঙ্কাকেও সাজঘরের পথ দেখান তানজিম।