ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে উড়িয়ে দিল অজিরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হারার পর উইন্ডিজদের জন্য আজকের ম্যাচটি ছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। তবে সেই লজ্জা মাথা নিচু করেই হজম করতে হলো শাই হোপের দলকে। মাত্র ৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ম ওভারেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। ৩৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসলেও ওপেনার আলিক আথানাজের ব্যাটে কিছুটা আশা দেখছিল সফরকারীরা। কিন্তু সেই আশা থিতু হলো না।

বিজ্ঞাপন

অজি বোলারদের তোপের মুখে টপাটপ উইকেট হারাতে থাকল ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ রান করেন আথানাজে। আর কেউই ব্যাট হাতে এদিন বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। মিডল এবং লোয়ার অর্ডারের কেউই দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় নিজেদের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন রানে অলআউট হতে হয় উইন্ডিজকে। অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন হ্যাভিয়ের বার্টলেট।

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফুরফুরে মেজাজে ব্যাটিং তান্ডব চালান অজি ব্যাটাররা। ওপেনার জ্যাক ফ্রেজার খেলেন ১৮ বলে ৪১ রানের দুর্দান্ত এক ইনিংস। আরেক ওপেনার জশ ইংলিসও খেলেন ১৬ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস। ২৫৯ বল এবং ৮ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।