বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিজে এর আগে আগে ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহের সর্বোচ্চ সংগ্রহ ছিল বাংলাদেশের মেয়েদের। স্বাগতিকদের সেই ১৩৬ রান ছাপিয়ে ফাইনালে এসে ব্যাটিং তাণ্ডব দেখাল শ্রীলঙ্কা। এতে সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সামনে ১৪৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি।

এদিকে কঠিন এই লক্ষ্য ব্যাটিংয়ের শুরুতেই হয়ে পড়েছে আরও কঠিন। কেবল ১৩ রানেই হারিয়েছে ৩ উইকেট। এতে জয়ের উদ্দেশ্যে বাকি পথে বেশ দুরূহ হয়ে পড়েছে সুমাইয়া আক্তারের দলের।

বিজ্ঞাপন

এদিকে এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে দাপুটে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার পূর্ণা ও দেউমি। ওপেনিং জুটি থেকেই আসে ১০৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সেই সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রানে। দলীয় সর্বোচ্চ ৬৬ রান করেছেন পূর্ণা। এদিকে দেউমি করে ৪৯ রান।

বল হাতে একটি করে উইকেট নিয়েছেন রাবেয়া, নিশি ও মাওয়া।