ফাইনালে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে লঙ্কান মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে সিরিজে একক আধিপত্য বাংলাদেশের মেয়েদের। এতে সহজ সমীকরণে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ সিরিজের ফাইনালে উঠেছে স্বাগতিকরা। সেখানে আজ (শুক্রবার) ফাইনালে সুমাইয়া-রাবেয়াদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আগে নেমেছে ব্যাটিংয়ে। যেখানে শুরু থেকে দেখেশুনে খেলে শক্ত অবস্থানের দিকেই এগোচ্ছে লঙ্কানরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে বিনা উইকেটে ৭৭ রান তুলেছে শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ দল।

বিজ্ঞাপন

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সেখানে শুরু থেকেই বেশ ছন্দে থেকে ব্যাট করছেন দুই ওপেনার পূর্ণা ও দেউমি। শুরুতে কিছুটা ধিরস্থিরভাবে খেললেও পরে রানের গতি বাড়ান দুই ওপেনার।

এদিকে উইকেট তুলতে মরিয়া স্বাগতিক দল একের পর এক বোলিংয়ে বদল এনেও পাননি সফলতা। পূর্ণা অপরাজিত আছেন ৩৩ রানে। এদিকে ৪১ রানে অপরাজিত আছেন ৪১ রানে।