জয় শাহর হাতেই এশিয়ান ক্রিকেটের ছড়ি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন ভারতের জয় শাহ। আগের দুই মেয়াদে তার নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা ছিল ব্যাপক। তবে এসিসির বার্ষিক সভায় তাকে আবারও তার হাতে এশীয় ক্রিকেটের দায়িত্ব তুলে দিতে পেরে খুশি এসিসির বোর্ড।

এসিসির সভাপতি পদে দ্বিতীয়বারের মতো জয়ের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বোর্ড সভায় উত্থাপন করে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। এসিসির সব সদস্যদেশ এই প্রস্তাবে সম্মতি জানানোয় এসিসির সভাপতি পদে আরও এক বছরের জন্য নিযুক্ত হন তিনি।

বিজ্ঞাপন

২০২১ সালে এসিসি সভাপতি পদে বাংলাদেশের নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়ার মধ্য দিয়ে প্রথমবার দায়িত্ব পান জয় শাহ। এরপর এবারসহ দুইবার সভাপতি পদে মেয়াদ বাড়ল তার।

তৃতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ জয় শাহ, ‘এসিসি বোর্ডে যে ধারাবাহিকভাবে আমার উপর বিশ্বাস রেখেছেন, সেজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এশিয়া মহাদেশে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার জন্য এসিসি অঙ্গীকারবদ্ধ।’