যুব বিশ্বকাপ: নেপালকে চাপে রেখেছে বাংলাদেশি বোলাররা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। তবে বাংলাদেশি বোলারদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারছে না তারা। নেপালি ব্যাটারদের চাপে রেখেছে বাংলাদেশি বোলাররা। এদিনও বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন মারুফ মৃধা। তার বোলিংয়ে নেপালের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ১৮ রানে।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন বাংলাদেশি বোলারদের বিপক্ষে রয়েসয়ে শুরু করলেও উইকেট বাঁচাতে পারেনি নেপাল। মারুফ মৃধার বোলে পরাস্ত হয়ে ১২ বলে ২ রান করে সাজঘরে ফিরতে হয়েছে বিপিন রাওয়ালকে। তবে আরেক ওপেনার অর্জুন কুমাল অবশ্য কোনো ঝুঁকি নিচ্ছেন না আকাশ ত্রিপাঠিকে নিয়ে উইকেটে জমে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ইমনের বোলিং তোপের মুখে পড়ে সাজঘরের পথ ধরতে হয়েছে তাকেও। ফেরার আগে ১৩ বলে ৩ রান এসেছে তার ব্যাট থেকে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেট খরচায় ২৮ রান। উইকেটে জুটি গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্জুন ও দেব খানাল।

এর আগে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচের দুটিতে জিতে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। জয় পায় আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।