বিগ ব্যাশ থেকে রশিদের নাম প্রত্যাহার

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন আসরে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা ছিল আফগান তারকা লেগ স্পিনার রশিদ খানের। তবে পিঠের চোটের কারণে সামনে আসরে খেলা হচ্ছে না তার। চোট থেকে সেরে উঠতে করাতে হবে অস্ত্রোপচার। এ কারণেই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে রশিদ।

এক বিবৃতিতে বিগ ব্যাশের দলটি জানায়, পিঠের চোটে ছোট অস্ত্রোপচারের জন্য আসন্ন কেএফসি বিগ ব্যাশ লিগ ১৩ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে রশিদ।

বিজ্ঞাপন

সেই বিবৃতিতে দলের ম্যানেজার টিম নিয়েলসেন লিখেছেন, ‘রশিদ স্ট্রাইকার্সের অত্যন্ত প্রিয় একজন সদস্য। ভক্তদের কাছেও সে প্রিয়। আমাদের সঙ্গে সে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে সবাই তাকে অনেক মিস করব।’

রশিদের বদলি এখনো ঘোষণা করেনি দলটি। ২০১৭ সালে বিগ ব্যাশে অভিষেক হয় রশিদের। শুরু থেকেই অস্ট্রেলিয়ার ঘরোয়া এই ফ্রাঞ্চাইজি লিগে দারুণ ফর্মে ছিলেন তিনি। টুর্নামেন্টির ৬৯ ম্যাচে ১৭ দশমিক ৫১ গড় ও ৬ দশমিক ৪৪ ইকোনমিতে নিয়েছেন ৯৮ উইকেট।