লাল বলের ক্রিকেট খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড দল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আরও একবার ব্যর্থ নিউজিল্যান্ড। আরও একবার সেমি-ফাইনাল থেকেই বিদায়। বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও মাঠে নামতে যাচ্ছে কিউইরা। তবে এবার রঙিন জার্সি ছেড়ে সাদা পোশাকে, লাল বলের ফরম্যাটে। বাংলাদেশের মাঠে আসন্ন এই সিরিজে খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে কিউই দল।

গতকাল (মঙ্গলবার) রাতে দুটি ফ্লাইটে কিউই দলের ক্রিকেটার-কোচিং স্টাফ মিলিয়ে ঢাকায় পৌঁছান ১৭জন। আজ (বুধবার) রাতে বাকি সদস্যদের আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

দুই দফায় আসা কিউইদের দলের সবার আজকেই সিলেটে পৌঁছানোর কথা। ঢাকা থেকে বাংলাদেশ দল সেখানে যাবে আজ রাতে। আগামী ২৮ অক্টোবর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্ট আগামী ৬ ডিসেম্বর থেকে।

কিউই দল সবশেষ ২০১৩ সালে টেস্ট খেলেছে বাংলাদেশের মাটিতে।