দুঃসময়ে রোহিত-কোহলির পাশে কপিল-শচীন

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উদযাপনের মঞ্চটা প্রস্তুতই ছিল। রোহিত-কোহলিদের হাতে বিশ্বকাপ দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিল দেশটির সর্বস্তরের মানুষ। কিন্তু না। টুর্নামেন্টে টানা দশ ম্যাচ জয়ের পর ১১ নম্বর ম্যাচে এসে প্রথমবার হেরে বসল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হারেই পুড়ল কপাল। হাতছোঁয়া দূরত্বের শিরোপাটা আর ছুঁয়ে দেখা হলো না রোহিত শর্মার দলের। হাজারো সমর্থকের মতোই হৃদয় ভেঙেছে রোহিত-কোহলিদের।

উৎসব করতে মাঠে আসা ভারতীয় সমর্থকরাও হতাশ রোহিতদের এমন হারে। অনেকেই ফুঁসছেন ক্ষোভে। সমালোচনা করছেন দলের। কেউ কেউ বা দায় চাপাচ্ছেন নির্দিষ্ট কোনো ক্রিকেটারের ওপর। দলকে শিরোপা জেতাতে না পারায় অনেকেই দায়ী করছেন অধিনায়ক রোহিতকে। কেউ কেউ তো অধিনায়ক থেকে একই রোহিতকে সরিয়ে দেওয়ার পক্ষেও রায় দিচ্ছেন।

বিজ্ঞাপন

সব মিলিয়ে কঠিন এক সময় পার করতে হচ্ছে ভারতীয় দলের ক্রিকেটারদের। তবে ঠিকই দেশটির সাবেক ক্রিকেটাররা পাশে দাঁড়িয়েছেন রোহিতদের। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ভারতীয় দলের পাশে এসে দাঁড়িয়েছেন। যোগানোর চেষ্টা করছেন মনোবল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘রোহিত, আপনি যা করেছেন তাতে আপনি একজন মাস্টার। অনেক সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। আমি জানি এটা কঠিন সময় তবে আপনি মনোবল বজায় রাখুন। সমগ্র ভারত আপনার পাশে আছে।’

ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারও ভারতীয় ক্রিকেটারদের পাশে এসে দাঁড়িয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তারা ভালো ক্রিকেট খেলেছে। দুর্ভাগ্য টিম ইন্ডিয়ার, কেননা এই ধরণের টুর্নামেন্টে একটি খারাপ দিন হৃদয়বিদারক হতে পারে।’

শচীন আরও লিখেছেন, ‘আমি খেলোয়াড়, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের যন্ত্রণা কল্পনা করতে পারছি। তারা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি। তবে পরাজয় খেলার একটি অংশ। তবে আমাদের মনে রাখা উচিত, এই দল পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের জন্য তাদের সবকিছু দিয়েছে।’