শুরুতেই শামির আঘাত, ফিরলেন ওয়ার্নার

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফাইনালে ব্যাটিংটা ভালো হয়নি ভারতের। অস্ট্রেলিয়াকে কোনো রকমে ২৪১ রানের টার্গেট ছুড়া গেছে। দায়িত্বটা তাই বোলারদেরই নিতে হচ্ছে। বোলিংয়ে ভারতের শুরুটা হতে পারত স্বপ্নের মতো। জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই সুযোগ ছিল অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফেরানোর।

তবে স্লিপে দাঁড়ানো বিরাট কোহলি ও শুভমান গিলের মধ্যে কে নেবেন সেই ক্যাচ তাই যেন বুঝে উঠতে পারলেন না। এ যাত্রায় বেঁচে গেলেন ওয়ার্নার। প্রথম ওভারে তুললেন ১৫ রান। বাধ্য হয়ে তাই আগেভাগেই শামির দ্বারাস্ত হতে হলো রোহিতকে। বল হাতে তুলে নিয়েই ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়ার্নারকে ফেরালেন শামি।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট খরচায় ২৯ রান। উইকেটে থিতু হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ জুটি।

এর আগে প্রথমে ব্যাট করে রোহিতের ৪৭, কোহলির ৫৪ ও রাহুলের ৬৬ রানে ভর করে অস্ট্রেলিয়াকে কোনো রকমে ২৪১ রানের টার্গেট ছুড়ে ভারত। অজি বোলারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন স্টার্ক। দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট তুলেছেন কামিন্স ও হ্যাজেলউড।