ভারতীয় ব্যাটারদের দমিয়ে রেখেছে অজিরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিরোপা নির্ধারণী মঞ্চে শুরুতে বল হাতে তুলে নিয়ে ভারতকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। মাঝে রাহুলকে নিয়ে চাপ সামাল দিতে কিছুটা লড়াই করেছিলেন বিরাট কোহলি। তবে তাদের জুটি থামে ৬৭ রানে। এরপর জাদেজাকে নিয়ে ৮৬ বলে ফিফটি তুলে নেন রাহুল। সবাই যখন আশা করছে এবার আগ্রাসী ব্যাট চালিয়ে সেটা পুষিয়ে দেবে রাহুল। তখনই ফের হোঁচট। অপরপ্রান্তে নেই জাদেজা। ১৭৮ রানে ৫ উইকেট নেই ভারতের।

দলকে শক্ত অবস্থানে দাঁড় করিয়ে রেখে আসার দায়িত্বটা রাহুলের ওপর। সূর্যকুমার যাদবকে নিয়ে সেটাই করার চেষ্টা করছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৫ উইকেট খরচায় ভারতের সংগ্রহ ১৯৭ রান।

বিজ্ঞাপন

এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ১০ ওভারেই তিন উইকেট হারায় ভারত। অজি বোলারদের চাপে মাঝে ৯৭ বল কোনো বাউন্ডারির দেখা পায়নি ভারত। তবুও সেই চাপ এড়ানো যায়নি পুরোপুরি। ফিফটির পর ৬৩ বলে ৫৪ রান কামিন্সের বলে স্টাম্প ভাঙে কোহলির। দলীয় ১৪৮ রানে চতুর্থ উইকেটের পতন হয় ভারতের।

এরপর রাহুলকে সঙ্গ দিচ্ছিলেন জাদেজা। তবে ডড বল খেলে চাপ বাড়িয়েছেন তিনিও। ২২ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে। হ্যাজেলউডের প্রথম শিকার হন তিনি।

তিনি ফেরার পর রাহুলকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন সূর্য। তার কাজ রাহুলের সঙ্গে ব্যাট চালিয়ে দলকে শক্ত অবস্থানে রেখে আসা। সেই কাজটিই করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।