এক মাসের ছুটিতে লিটন, নতুন টেস্ট অধিনায়ক শান্ত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সেই ম্যাচের পর থেকেই বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। বিশ্বকাপ আসরের শেষ ম্যাচে তার বদলে অধিনায়কত্ব করেছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দেশের মাটিতে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও তিনিই থাকছেন নেতৃত্বে।

আজ (শনিবার) সংবাদ সম্মেলনে শান্তকে অধিনায়ক করার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিজ্ঞাপন

সাকিবের বদলে সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল লিটন দাসকে। তবে সম্প্রতিই কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। স্ত্রী ও কন্যার পাশে থাকতেই আসন্ন এই সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। সেখানে এক মাসের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এতে, চোটে সাকিব ও লিটন ছুটিতে থাকায় দায়িত্ব পেলেন শান্ত।

বাংলাদেশের হয়ে লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছেন শান্ত। সেখানে চার সেঞ্চুরি, তিনটি ফিফটি ও ২৯ দশমিক ৮৩ গড়ে করেছেন ১২৮৩ রান। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২৮ নভেম্বর। ঢাকায় পরের টেস্ট শুরু ৬ ডিসেম্বর।