কলকাতায় বৃষ্টির হানা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেন্সে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৪৪ রান। 

এর আগে, টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।  টসে জিতে বরাবরের মতোই ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই ধাক্কা দিলেন অজিদের তারকা পেসার মিচেল স্টার্ক। রানের খাতা না খুলে আরেক অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাভুমা।এদিন পেসাররা শুরু থেকেই বেশ ছন্দের সঙ্গে বল করতে থাকেন। ডুসেনকে নিয়ে বেশ বুঝেশুনে এগোতে থাকেন আরেক ওপেনার ডি কক। তবে নিজেদের আগের ম্যাচে সেঞ্চুরি তুলে এই বাঁহাতি ব্যাটার এদিন ফিরলেন কেবল ৩ রান করে।  

বিজ্ঞাপন

উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি দুই ইনফর্ম ব্যাটার এইডেন মার্করাম এবং রাসি ভান ডার ডুসেনও। দুই অজি পেসার জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের দারুণ বোলিংয়ে তারাও তেমন কিছুই করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে বর্তমানে উইকেটে আছেন হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার। অজিদের হয়ে এখন পর্যন্ত  দুই পেসার স্টার্ক এবং হ্যাজেলউড উভয়েই নিয়েছেন দুটি করে উইকেট।