দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে দক্ষিণ আফ্রিকা

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসরের এই দক্ষিণ আফ্রিকা যেন অনেকটাই অচেনা। ব্যাট হাতে শুরু থেকে তাণ্ডব চালিয়ে নিজেদের নামের আগ্রাসন বিশেষণটি বেশ ভালভাবেই লাগিয়েছিল তারা। প্রথম রাউন্ডের ম্যাচে অজিদের বিপক্ষে শুরুটা বেশ ভালো পেয়েছিল দলটি। ১০৮ রানের ওপেনিং জুটিতে পেয়েছিল বড় স্কোরের ভিত। সেই সেমিতে এসে হল হিতে বিপরীত। ইনিংসের ষষ্ঠ বলেই ফিরলেন অধিনায়ক টেম্বা বাভুমা। দলীয় ৮ রানের মাথায় আরেক ওপেনার কুইন্টন ডি ককে ফেরান পেসার জস হ্যাজেলউড।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে কেবল ১৭ রান করেছে প্রোটিয়ারা। 

বিজ্ঞাপন

টসে জিতে বরাবরের মতোই ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই ধাক্কা দিলেন অজিদের তারকা পেসার মিচেল স্টার্ক। রানের খাতা না খুলে আরেক অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাভুমা।

এদিন পেসাররা শুরু থেকেই বেশ ছন্দের সঙ্গে বল করতে থাকেন। ডুসেনকে নিয়ে বেশ বুঝেশুনে এগোতে থাকেন আরেক ওপেনার ডি কক। তবে নিজেদের আগের ম্যাচে সেঞ্চুরি তুলে এই বাঁহাতি ব্যাটার এদিন ফিরলেন কেবল ৩ রান করে।