সেঞ্চুরি হাঁকিয়ে পথ দেখাচ্ছেন মিচেল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফাইনালে যেতে নিউজিল্যান্ডকে করতে হবে ৩৯৮। যেই রান তাড়া করে বিশ্বকাপের ইতিহাসে জয়ের রেকর্ড নেই কারও। তার ওপর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নেই ফর্মে থাকা দুই ব্যাটার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর উইকেট। ঘাবড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। তবে না একটুও ঘাবড়ে যাননি মিচেল।

ব্যাট হাতে নেমে শুরুতে উইকেট হারানোর ধাক্কা সামলেছেন অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে। এরপর যখন বুঝেছেন না এইবার সব ঠিকঠাক। তখন থেকে ব্যাট চালানো শুরু। ফিফটির পর আগ্রাসী হয়েছেন। সেঞ্চুরি তুলে নিয়েছেন ৮৫ বলে। যেখানে রয়েছে ৫টি ছয় ও ৮টি চারের মার।

বিজ্ঞাপন

মিচেলের লড়াকু সেঞ্চুরিতে লক্ষ্যের পথে আছে নিউজিল্যান্ড। সময়ের সঙ্গে আগ্রাসী হয়ে ওভার প্রতি রান ব্যবধানটাও কমিয়ে আনছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন উইলিয়ামসন। ফিফটির পর তিনিও খানিটকটা চালিয়ে খেলার চেষ্টা করছিলেন তিনিও। তবে শামির তৃতীয় শিকার হতে হয়েছে তাকে। ফিরতে হয়েছে ৬৯ রানে।

তাদের দু’জনের ব্যাটে ভর করে ৩২ ওভার শেষে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২২০ রান জমা করেছে কিউইরা।