শামি তোপের মুখে শুরুতেই পথ হারিয়েছে কিউইরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ফাইনালে উঠার রাস্তাটা প্রশস্ত করে গিয়েছে ব্যাটাররা। চার’শ ছুঁইছুঁই টার্গেট ছুড়েছে নিউজিল্যান্ডকে। দায়িত্বটা এখন তাই বোলারদের। সেই কাজটাও বেশ মন দিয়েই করছে ভারতীয় বোলাররা। জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজ উইকেট তুলতে না পারলেও চাপে রেখেছিলেন কিউই ব্যাটারদের।

সেই সাফল্যটায় পরে বল হাতে নিয়েই এনে দিয়েছেন মোহাম্মদ শামি। ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরিয়েছেন কিউই ওপেনার ডেভন কনওয়েকে। এরপর দ্বিতীয় ওভারে এসে ফেরান আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকে।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের ৩৯৮ রানের লক্ষ্যে ৮ ওভার শেষে ২ উইকেট খরচায় ৪০ রান তুলেছে নিউজিল্যান্ড। উইকেটে থিতু হতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কেন উইলিয়ামসন।

এর আগে শুরুতে ব্যাট করে রোহিত-গিলের আগ্রাসী শুরুর পর কোহলি ও শ্রেয়াস শতকের দেখা পেয়েছেন। চলতি টুর্নামেন্টে তৃতীয় শতক তুলে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডেতে রেকর্ড ৫০টি সেঞ্চুরির মালিক এখন কোহিল।

এমন দিনে ওয়াংখেড়ে রানের পাহাড় গড়েছে ভারত। নিউজিল্যান্ডকে ফাইনালে যেতে করতে হবে ৩৯৮ রান। যেই রান তাড়া করে বিশ্বকাপে জেতার ইতিহাস নেই কারও।