বৃষ্টি আঘাত হানলে কেমন হবে প্রথম সেমির চিত্র? 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টারে ২০১৯ সালের বিশ্বকাপ সেমি-ফাইনাল। কিউইদের বিপক্ষে সেই ম্যাচে বাঁধা হয়েছিল বৃষ্টি। ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে এবং ভারত হেরেছিল ১৮ রানে। চার বছর আজ (বুধবার) সেই কিউইদের বিপক্ষেই আসরের প্রথম সেমিতে মুখোমুখি হবে স্বাগতিকরা। এই ম্যাচকে ঘিরে সমর্থক মহলে প্রশ্ন জেগেছে, মুম্বাইয়ে বৃষ্টি বাঁধায় কেমন হতে পারে ম্যাচের ফলাফল?

যদিও এদিন মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা একবারেই নেই। আবহাওয়া পূর্বাভাস মতে, বৃষ্টির সম্ভাবনা কেবল এক শতাংশ। তবে শঙ্কা পুরোপুরিও উড়িয়ে দেয় যায়না। তো, এক নজরে দেখে নেওয়া যাক বৃষ্টি আঘাত হানলে কেমন হবে ম্যাচের পরিস্থিতি।

বিজ্ঞাপন

আসরের নক-আউটের পর্বের সবগুলো ম্যাচেই থাকছে রিজার্ভ ডে। অর্থাৎ, প্রথম সেমিতেও তা থাকছে। বৃষ্টি প্রাথমিকভাবে আঘাত হানলে কাট-অফ টাইম পর্যন্ত প্রতি ইনিংসের ওভার কমিয়ে খেলা চালাতে থাকবেন আম্পায়াররা। তবে বৃষ্টি কাট-অফ টাইম পেরিয়ে গেলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে, বৃহস্পতিবার।

আগের দিন ম্যাচ যে ওভারে থেমেছিল, সেখান থেকেই শুরু হবে রিজার্ভ ডে এর খেলা। তবে যদি রিজার্ভ ডে-তেও ম্যাচ শেষ হওয়ার আগে বৃষ্টি না থামে তবে ভারত সরাসরি পৌঁছে যাবে সেমি-ফাইনালে। কেননা এমন অবস্থায় প্রথম পর্বে পয়েন্ট তালিকা এগিয়ে থাকা দলকেই জয়ী হিসেবে ঘোষণা করা যায়।