সেমির আগে কিউইদের নাসেরের সতর্কবার্তা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। তার আগে জমে উঠেছে কথার লড়াই। ফাইনালের পথে কেউ এগিয়ে রাখছেন ভারতকে। কেউবা বাজি ধরছেন নিউজিল্যান্ডকে নিয়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন অবশ্য ভারতীয় বোলারদের ব্যাপারে কিউইদের খানিকটা সতর্কই করলেন।

চলতি টুর্নামেন্টে ব্যাটিংয়ের বাইরের আলাদাভাবে নজর কাড়ছে দলটির বোলাররা। শ্রীলঙ্কাকে ৫৫ রানে অলআউট করার কীর্তিও রয়েছে দলটির বোলারদের। বল হাতে এতটাই আক্রমণাত্মক ভারতীয় বোলারা যে এখন পর্যন্ত তাদের বিপক্ষে সে অর্থে পারফর্ম করতে পারেনি কোনো দলই। আর এই অবস্থায় ভারতীয় বোলাদের নিয়ে কিউই ব্যাটারদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন নাসের।

নাসের বলেন, ‘এই বর্তমান বোলিং ইউনিটটি আমার দেখা সেরা ভারতীয় বোলিং ইউনিট। নানা সময়ে দলটিতে দুর্দান্ত সব বোলাররা এসেছেন। তবে ইউনিট হিসাবে এটিই সেরা।’

সাবেক এই ইংলিশ অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক ভারতীয় বোলারদের নিয়ে আরও বলেন, ‘বুমরাহ উইকেট না পেলে সিরাজ পাবে। সিরাজ উইকেট না তোলতে পারলে শামী উইকেট নেবে। যদি তিন পেসারের কেউই উইকেট না পায় তাতেও সমস্যা নেই। দুই স্পিনার আসবে এবং তারা ব্যাটারদের আউট করবে। আগে তাদের ৫ ব্যাটার ছিল এখন তাদের পাঁচ বোলার আছে।’