আইসিসির ‘হল অব ফেমে’ শেবাগ-অরবিন্দ-এডুলজি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিকেটে বিশেষ অবদান রাখার কৃতিত্ব স্বরূপ প্রতিবছর কয়েকজন সাবেক ক্রিকেটারকে ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্ত করে আইসিসি। ক্রিকেটারদের জন্য যা বিশেষ সম্মানের। চলতি বছর আইসিসির থেকে সেই সম্মান পেয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ, শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা ও ভারতীয় নারী ক্রিকেটার ডায়ানা এডুলজি।

আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া প্রথম ভারতীয় নারী হয়েছেন এডুলজি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ২০ টেস্ট আর ৩৪ ওয়ানডে খেলেছেন তিনি। আইসিসির থেকে বিশেষ এই সম্মান পেয়ে ৬৭ বছর বয়সী এই নারী বলেন, ‘প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়া এবং সারা বিশ্বের ক্রিকেটার, পুরুষ ও মহিলাদের একটি গ্যালাক্সিতে যোগদান করা আমার জন্য সত্যিই একটি বড় সম্মানের বিষয়।’

বিজ্ঞাপন

ভারতের জার্সিতে ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলা শেবাগ আইসিসির থেকে এই সম্মান পাওয়া নিয়ে বলেন, ‘আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য আইসিসি এবং জুরিদের ধন্যবাদ। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি যা করতে ভালোবাসি মানে ক্রিকেট খেলা, জীবনের একটা বড় অংশ আমি সেটা করেই কাটিয়েছি।’

অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে ৯৩ টেস্টে ৬৩৬১ রান ও ৩০৮ ওয়ানডেতে ৯২৮৪ রান করেছেন অরবিন্দ ডি সিলভা। দলকে প্রথম বিশ্বকাপ জেতানোর পেছনেও অগ্রণী ভূমিকা ছিল তার। সেই সম্মানটাই এবার আইসিসির থেকে পেলেন ডি সিলভা।