ইমামকে রুখলেন মিরাজ

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দারুণ আত্মবিশ্বাসে ব্যাট করতে থাকা ইমাম উল হকের স্টাম্প উপড়ে নিলেন মেহেদী হাসান মিরাজ। ধীরগতির শুরুর পর ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছিলেন পাকিস্তানের এই ওপেনিং ব্যাটার। শেষ পর্যন্ত মিরাজের বলে স্টাম্প বাঁচাতে না পেরে ব্যক্তিগত ৭৮ রানে ফিরলেন তিনি।

ওপেনিং সঙ্গী ফখর জামান (২০) এবং তিনে নামা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ফিরে গেলেও ইমাম ক্রিজে ঠায় দাঁড়িয়ে ছিলেন। বাংলাদেশের গতিতারকাদের ঠিকঠাক সামলে স্পিনারদের উপর চড়াও হয়েছিলেন। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের ১৯তম ফিফটি, ধীরপায়ে এগোচ্ছিলেন শতকের দিকে।

বিজ্ঞাপন

তবে সে মাইলফলক ছোঁয়ার আগেই তাকে আটকে দিলেন মিরাজ। ইনিংসের ৩৩তম ওভারে মিরাজের ফুল লেংথের বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন ইমাম। তাতে তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার ৮৫ রানের জুটিরও ইতি ঘটেছে।

ইমাম ফিরে গেলেও কক্ষপথেই রয়েছে পাকিস্তান। বাংলাদেশের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেট ১৬৭ রান স্কোরবোর্ডে তুলেছে তারা।