বাবরের স্টাম্প গুঁড়িয়ে দিলেন তাসকিন

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কয়েক বল আগেই বাউন্ডারিতে তার হাত গলে বল বেরিয়ে যায়। এক রানের জায়গায় তার ভুলে চার রান পেয়ে যায় পাকিস্তান। সে ভুলের প্রায়শ্চিত্ত কী দারুণভাবেই না করলেন তাসকিন আহমেদ! পরের ওভারে বোলিংয়ে এসে তুলে নিলেন পাকিস্তানের সবচেয়ে মূল্যবান উইকেট। পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দিলেন বোল্ড করে। ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯৩ রানে। জবাব দিতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার। বাংলাদেশের পেসারদের চাপে ইনিংসের শুরুর দিকে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি ওপেনার ফখর জামান। শরিফুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ২০ রান ফিরে যেতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন

তিনে নেমে ব্যাট চালিয়ে খেলার চেষ্টা করছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর। তবে ইনিংসের ১৬তম ওভারে তাসকিনের নিচু হয়ে আসা বলে ব্যাটের ভেতরের অংশে লেগে বল আঘাত হানে বাবরের স্টাম্পে। তাতে ১৭ রানেই থামতে হয় পাকিস্তানের সেরা ব্যাটসম্যানকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেটে ৮৫ রান তুলেছে পাকিস্তান। জয়ের জন্য তাদের প্রয়োজন ১০৯ রান। বাংলাদেশের চাই ৮ উইকেট।