ফখরকে ফেরালেন শরিফুল

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বলে ব্যক্তিগত ৯ রানে জীবন পেয়েছিলেন ফখর জামান। তবে সে সুযোগ কাজে লাগিয়ে বেশিদূর যেতে পারলেন না। পাওয়ারপ্লে'র শেষ ওভারে শরিফুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হল তাকে। ৩৫ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান।

বাংলাদেশের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক হয়ে ব্যাট করেছেন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান এবং ইমাম উল হক। বাংলাদেশের পেসাররা তাদের গতি, বৈচিত্র্য আর নিখুঁত লাইন-লেংথে পাকিস্তানি ব্যাটারদের হাত খুলে খেলতে দেননি। সে চাপের সুফলই পেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

ইনিংসের দশম ওভারের প্রথম বলে শরিফুলের মিডল স্টাম্প লাইনের বল আঘাত হানে ফখরের প্যাডে। আঙ্গুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন জিম্বাবুয়ের আম্পায়ার ল্যাংটন রুসেরে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ফখর। তাতে ২০ রান নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট খুইয়ে ৩৭ রান তুলেছে পাকিস্তান। জয় থেকে এখনো ১৫৭ রান দূরে তারা।