১৯৩ তুলেই অলআউট বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটা ভেঙেছিল বাংলাদেশ। তার পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল রীতিমতো। ১৯৩ রান তুলতেই শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের দল।
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের শুরুটা ভালো হলো না মোটেও। অন্তত প্রথম ইনিংস বলছে তো তেমন কিছুই। টস জিতে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট করার সিদ্ধান্তটা কাজে দিল না।
সেটার আঁচ শুরু থেকেই মিলছিল। রানের খাতা খোলার আগেই মেহেদি হাসান মিরাজ, এরপর একটু থিতু হয়ে আরেক ওপেনার নাঈম শেখ কিংবা লিটন দাস, সবাই বিদায় নিয়েছিলেন শুরুতেই। এরপর পাওয়ারপ্লের শেষ দিকে এসে তাওহীদ হৃদয়কে দারুণ এক বলে যখন ফেরালেন হারিস রউফ, তখনই তো বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ।
এরপর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম মিলে একটা চেষ্টা করেছিলেন। দুজনে পেয়ে যান ফিফটির দেখাও। ১০০ রানের সে জুটিতে ভর করে বাংলাদেশ দেখছিল বড় রানের স্বপ্নও। কিন্তু তা উবে যাওয়ার শুরু সাকিবকে দিয়ে। পাকিস্তানের চতুর্থ সিমার ফাহিম আশরাফের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শামীম পাটোয়ারী এরপর আশা দেখালেও বেশি দূর এগোতে পারেননি। ১৬ রান করে বিদায় নেন তিনি। মুশফিকের ওপর চাপটা সাকিবের বিদায়ের পরই বাড়ছিল। শামীমের বিদায়ে তা আরও বড় হয়ে ওঠে। সে চাপটা আর সামলাতে পারেননি তিনি। হারিসের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। এক বল পর তাসকিন আহমেদও তাই।
আট উইকেট খুইয়ে বাংলাদেশ চলে যায় অলআউটের খুব কাছে। পরের ওভারে নাসিম শাহ্ সেরে ফেলেন বাকি কাজটা। বিদায় করেন আফিফ আর হাসান মাহমুদকে। আর তাতেই ১৯৩ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশ।