শামীমের পর মুশফিক-তাসকিনেরও বিদায়, চাপে বাংলাদেশ

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগের ওভারে শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়েছিলেন শামীম পাটোয়ারী। তবে এরপরই ইফতিখার আহমেদের ওভারে উইকেটটা যেভাবে হারালেন, তাতে তাকে উইকেট ছুঁড়ে দিয়ে ফেরা বললেই যেন বেশি যুক্তিযুক্ত হয়। তার বিদায়ে চাপে পড়ে যাওয়া মুশফিকও বিদায় নিলেন এক ওভার বিরতি দিয়ে।একটু পর তাসকিন আহমেদও। তাতে অলআউটের শঙ্কাতেই পড়ে গেছে বাংলাদেশ।

সাকিবের বিদায়ের পর আফিফকে না পাঠিয়ে শামীমকে পাঠানো হয়েছিল ক্রিজে। স্থিতধী শুরুতে তিনি ইঙ্গিত দিচ্ছিলেন, পরিস্থিতিটা ভালোই বুঝতে পারেন তিনি। শুরুতে সময় নেওয়া তিনি খোলস ছেড়ে বেরোতে শুরু করেছিলেন। শাহিন আফ্রিদিকে হাঁকিয়েছিলেন দারুণ এক ছক্কা। 

বিজ্ঞাপন

পরের ওভারে পার্টটাইমার ইফতিখার আহমেদকেও সীমানাছাড়া করতে চেয়েছিলেন। তবে লেন্থ বলটা পড়তে পারেননি ঠিকঠাক। আগ বাড়িয়ে খেলা এই শটে বল উঠে যায় অনেক ওপরে। মিড উইকেটে ইমাম উল হক লুফে নেন ক্যাচটা। ২৩ বলে ১৬ রান করে ফেরেন শামীম।

এরপর মুশফিক হারিস রউফের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। পরের বলে তাসকিনকেও একই উপায়ে ফেরান হারিস। তাতেই অলআউটের শঙ্কাটা ভালোভাবেই পেয়ে বসেছে বাংলাদেশকে।