সাকিবের পর মুশফিকের ফিফটি

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দ্রুত ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ তখন ধুঁকছিল। এরপরই সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। সাকিব ৫০ ছুঁয়ে ফিরেছেন, তাতে ভেঙেছে ১০০ রানের জুটি। এর একটু পরে মুশফিকও ছুঁয়ে ফেলেছেন ৫০ রানের মাইলফলক।

সাকিব ওপাশে ব্যাট চালিয়েছেন সহজাত মেজাজে। কিন্তু এপাশে মুশফিক দাঁড়িয়ে ছিলেন ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে। পাকিস্তানের পেসাররা যখন ছোবল তুলছিলেন একের পর এক, তা মুখ বুজে সহ্য করে গেছেন তিনি।

বিজ্ঞাপন

তবে বাজে বলকে শাস্তি দিতেও ভোলেননি। সাকিব বারদুয়েক ভাগ্যের সহায়তা পেয়েছিলেন, তবে মুশফিকের তা লাগেনি। এতটাই নিখুঁত খেলেছেন তিনি। 

৭২ বলে ছুঁয়ে ফেলেছেন ফিফটি। এরপর দর্শকদের হর্ষধ্বনির জবাবে ব্যাটও তোলেননি অবশ্য। কাজটা যে এখনো শেষ হয়নি তার। বাংলাদেশের বড় রানের সম্ভাবনাটা তো তার ব্যাটেই চড়ে আছে!