নাঈম-হৃদয়কে ফেরালেন হারিস

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

লিটনের দেখানো পথেই ফিরলেন নাঈম শেখ। দারুণ খেলছিলেন, বেশ থিতু দেখাচ্ছিল তাকে। কিন্তু এরপরই কী যেন কী হয়ে গেল। ফিরলেন হারিস রউফকে উইকেট দিয়ে। তাতে ৫০তম আন্তর্জাতিক উইকেটের দেখাও পেয়ে গেলেন পাক এই পেসার।

দ্রুত দুটো উইকেট খোয়ালেও রান আসছিল ভালোভাবেই। অষ্টম ওভারে রানরেট ছিল ছয়ের একটু ওপরে। তবু হারিসের করা শর্ট বলটা পুল করতে গিয়েছিলেন নাঈম। তবে তাতে সাফল্য পাননি। লিডিং এজড হয়ে ক্যাচ তুলে দেন হারিসের হাতেই। 

বিজ্ঞাপন

এরপরই বাংলাদেশের রানের চাকার গতি যায় থেমে। বিপদটা আরও বাড়ে এক ওভার পর তাওহীদ হৃদয়ের বিদায়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যারিয়ারের প্রথম বারের মতো এক অঙ্কে বিদায় নিয়েছিলেন তাওহীদ। এরপরের ম্যাচে আরও একবার একই তেঁতো স্বাদটা নিতে হলো তাকে। 

ফুলার লেন্থে বলটা করেছিলেন হারিস। ১৪৫ কিমি. গতির বলটা চোখের পলকে হৃদয়ের রক্ষণ ভেদ করে চলে যায় স্টাম্পে। তাতেই পাওয়ারপ্লেতে চতুর্থ ব্যাটারকে খুইয়ে বসে বাংলাদেশ।