নির্বাচন কমিশনের ‘ন্যাশানল আইকন’ হচ্ছেন শচীন

  • ziaulziaa
  • |
  • Font increase
  • Font Decrease

শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

শচীন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে দেশটির নির্বাচন কমিশনের প্রচার মুখ করা হবে শচীন টেন্ডুলকারকে। যে কারণে সাবেক এই ক্রিকেটারকে নির্বাচন কমিশন কর্তৃক বুধবার (২৩ আগস্ট) ‘ন্যাশানল আইকন’ হিসাবে ঘোষণা করা হবে।

ভারতে আগামী বছর লোকসভা ভোট। তার আগে শচীনকে সামনে রেখে প্রচার চালাতে চায় নির্বাচন কমিশন। সবাই যাতে ভোট দেওয়ার উৎসাহ পায়, সেই কারণেই শচীনকে ওই দায়িত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রচারণা চালাতে শচীনের সঙ্গে তিন বছরের চুক্তি করা হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণদের উপর শচীনের প্রভাব দেশের ভোটার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে।

গত বছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে ‘ন্যাশানল আইকন’ করা হয়েছিল। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি, অভিনেতা আমির খান এবং বক্সার মেরি কমকে দেওয়া হয়েছিল ওই দায়িত্ব।

ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন।

১৮৮৯ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল ১৬ বছরের শচীন টেন্ডুলকারের। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিলেন তিনি। দীর্ঘ ২৪ বছরের কেরিয়ারে সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এখনও তার দখলে। পুরো ভারতে শচীনের ভক্তের সংখ্যা অগনিত। সেটাই কাজে লাগাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।