এশিয়া কাপের দল ঘোষণা করলো ভারত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দল ঘোষণা করছেন অজিত আগারকার ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

দল ঘোষণা করছেন অজিত আগারকার ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল ভারত। দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে।

এবিপি নিউজ জানিয়েছে, চোট পাওয়া দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল ভারতীয় দলে ফিরেছেন। দলে নতুন মুখ হিসাবে সুযোগ পেয়েছেন তিলক বর্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।

বিজ্ঞাপন

সোমবার (২১ আগস্ট) বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক কর্মকর্তাও। পরে সাংবাদিক সম্মেলনে দল ঘোষণা করেন অজিত আগারকার ও রোহিত শর্মা।

ভারত স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, হার্দিক পান্ডে (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশান (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং সঞ্জু স্যামসন (রিজার্ভ)।