সাকিবের অলরাউন্ড নৈপুন্যে গল টাইটান্সের জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শট খেলছেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

শট খেলছেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট-বল হাতে পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন।

জে সেভেন স্পোর্টস জানিয়েছে, গত মঙ্গলবার রাতে গল টাইটান্সের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং বল হাতে ২ উইকেট নেন সাকিব।

বিজ্ঞাপন

তার অলরাউন্ড নৈপুন্যে গল টাইটান্স ৮৩ রানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ রান ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় গল। এরপর ক্রিজে আসেন সাকিব।

সাকিবকে পেয়ে মারমুখী হয়ে উঠেন ক্রিজে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৩তম ওভারেই ১০০ রান পায় গল।

১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে পরপর দুটি ছক্কা হাকান সাকিব। ১৮তম ওভারে রান আউট হওয়ার আগে সাকিব ২টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩০ রান করেন।

২৩ বলে হাফ সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৪ রানে আউট হন সেইফার্ট। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রানের স্কোর গড়ে গল।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ক্যান্ডি। গল বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা।

নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন সাকিব। পাকিস্তানের আসিফ আলিকে সাজঘরে পাঠান তিনি। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান সাকিব। আরেক পাকিস্তানি আমির জামালকে ছয় রানে বিদায় দেন তিনি।

শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতেই ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আসেন বান্দারা। তিন ওভারে ১০ রানে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ সেরা হন সেইফার্ট।