মেসির স্ত্রীর ফেসবুক-টুইটার আইডি নেই, পোস্ট ভুয়া

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেসির স্ত্রীর ফেসবুক-টুইটার আইডি নেই, পোস্ট ভুয়া

মেসির স্ত্রীর ফেসবুক-টুইটার আইডি নেই, পোস্ট ভুয়া

আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর নামে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই পোস্টে এডিট করে মেসির হাতে বাংলাদেশের পতাকা তুলে ধরা হয়েছে। যে ছবিটি গত সোমবার আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের অফিসিয়াল সামাজিক মাধ্যম আইডি থেকে শেয়ার দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

রোকুজ্জোর নামের ওই ফেসবুক পেজে ক্যাপশনে লেখা হয়, আপনি জানেন কি আর্জেন্টিনার পর বাংলাদেশে বিশাল সংখ্যক আর্জেন্টিনা সমর্থক রয়েছে, অসাধারণ।

তবে জানা গেছে, এটি ভুয়া। মূলত মেসির স্ত্রীর কোনো ফেসবুক আইডি কিংবা পেজ নেই।

সোশ্যাল মিডিয়ায় রোকুজ্জোর একমাত্র ভেরিফায়েড আইডি রয়েছে ইনস্টাগ্রামে। সেখানে বায়োতে তিনি জানিয়েছেন, আমার টুইটার (আইডি) নেই। আমার ফেসবুক (আইডি) নেই।

ফেসবুকে মেসির স্ত্রীর নামে ১৩ লাখ ফলোয়ার থাকা যে আইডি রয়েছে, সেটি ভুয়া। এটি রোকুজ্জো নন, চালাচ্ছেন অন্য কেউ।

মেসির স্ত্রীর নামেই এই ফেসবুক পোস্টও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার সমর্থকেরা এই পোস্টও শেয়ার করে চলেছেন।

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবল উন্মাদনা সারাবিশ্বের নজর কেড়েছে। ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে ঢাকার ফুটবল উত্তেজনার একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে।