যেভাবে শেষ ষোলোতে যাবে আর্জেন্টিনা

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যেভাবে শেষ ষোলোতে যাবে আর্জেন্টিনা

যেভাবে শেষ ষোলোতে যাবে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ শুরুর আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে যেখানে উড়ে কথা ছিল সৌদি আরবের, সেখানে লেগেছে বড় ধাক্কা। প্রথম ম্যাচেই এশিয়ার দলটির কাছে হেরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা।

সৌদি আরবের বিপক্ষে হারের এই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি লিওনেল স্কলানির দল। দ্বিতীয় ম্যাচে যদিও স্বস্তির জয় পেয়েছে মেক্সিকোর বিপক্ষে তবে এখনও নিশ্চিত নয় শেষ ষোলো।

বিজ্ঞাপন

‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নামার আগে আর্জেন্টিনা আছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে; পয়েন্ট তাদের ৩। গ্রুপ শীর্ষে পোল্যান্ড; এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট ইউরোপের দেশটির। তৃতীয় স্থানে সৌদি আরব; তাদেরও পয়েন্টও ৩। আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে মেক্সিকো।

আজ বুধবার (৩০ নভেম্বর) পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ড্র হলে ৫ পয়েন্ট নিয়ে পোল্যান্ড শীর্ষে ও ৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা থাকবে দুইয়ে। এক্ষেত্রে আর্জেন্টিনার নকআউট পর্বে যাওয়ার ভাগ্য নির্ধারিত হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচে। কারণ, ওই ম্যাচে সৌদি আরব জিতে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে আর্জেন্টিনা।

তবে যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ও মেক্সিকো-সৌদি আরব ম্যাচ দুটোই ড্র-তে শেষ হয়, সেক্ষেত্রে নকআউট পর্ব নিশ্চিত হবে আর্জেন্টিনা ও পোল্যান্ডের। এক্ষেত্রে গোল ব্যবধানের কারণে বাদ পড়বে সৌদি আরব।

অন্যদিকে আর্জেন্টিনা যদি পোল্যান্ডকে হারায় আবার সৌদি আরব মেক্সিকোকে হারায় সেক্ষেত্রে নকআউট পর্বে যাবে আর্জেন্টিনা ও সৌদি আর। বাদ পড়বে পোল্যান্ড ও মেক্সিকো।

তবে আর্জেন্টিনা পোল্যান্ডের বিপক্ষে হারলে মেক্সিকো সৌদি আরবকে হারালেও বাদ পড়বে আর্জেন্টিনা। সেক্ষেত্রে শেষ ষোলোতে উঠে যাবে পোল্যান্ড ও মেক্সিকো।

আবার আর্জেন্টিনা যদি হারে, সেক্ষত্রে মেক্সিকোর বিপক্ষে ড্র করলেও নকআউট পর্বে উঠে যাবে সৌদি আরব। সব মিলিয়ে শেষ ষোলোতে ওঠার একটাই পথ আর্জেন্টিনার জয়।