বাংলাদেশের পতাকা হাতে গোল উদযাপনে মেসি!

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেসি

মেসি

গোল করার পর বাংলাদেশের পতাকা হাতে মাঠে ছুটছেন লিওনেল মেসি। অবাক হচ্ছেন তো, হ্যাঁ- হওয়ারই কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবিই ভাইরাল হয়েছে।

বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন।

বিজ্ঞাপন

মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে।

এমন ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ক্যাপশনে লিখেছে যে, ”লিওনেল মেসি বাংলাদেশ।

সম্প্রতি দাবি করা হয়েছে যে, প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনার চেয়েও তাদের বেশি সমর্থক রয়েছে বাংলাদেশে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।