নেইমারের জায়গায় কাকে খেলাবেন তিতে?

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর নির্ভার থাকার কথা ছিল ব্রাজিলের, কিন্তু সেটা আর হচ্ছে কই? ওই ম্যাচে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র পড়েছেন ইনজুরিতে। ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার দানিলোও। তাই দ্বিতীয় ম্যাচের আগে কোচ তিতেকে ভাবনায় পড়তে হচ্ছে বিকল্প নিয়ে।

এমনিতেই ব্রাজিল দলে প্রতিভার ছড়াছড়ি। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে বদলি নামা খেলোয়াড়েরাও রেখেছন তাদের প্রতিভার স্বাক্ষর। তবে নেইমার তো নেইমারই, যার বিকল্প এখনও তৈরি হয়নি ব্রাজিল দলে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বারবার এসেছে নেইমার প্রসঙ্গ। উত্তর দিয়েছেন কোচ তিতে, ডিফেন্ডার মার্কিনিয়োস।

মার্কিনিয়োস বলেছেন, দল হিসেবে নিজেদের শক্তিমত্তা দেখাতে উন্মুখ হয়ে আছেন তারা। তার ভাষায়, নেইমারকে ছাড়াও ভালো করার ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। নেইমারও আমাদের সঙ্গে খেলতে পারলে খুব ভালো হতো। তবে এরপরও আমাদের দলটা শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ও আত্মবিশ্বাসী।

নেইমার না থাকায় সুইজারল্যান্ডের বিপক্ষে এই পজিশনে রদ্রিগো গোয়েজকে নিয়ে চিন্তা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি রদ্রিগোকে চলতি বিভিন্ন পজিশনে খেলিয়ে সাফল্য পেয়েছেন। নেইমারের পজিশনে রদ্রিগোকে রেখে সার্বিয়া ম্যাচের মতো ছকেই একাদশ সাজাতে পারেন তিতে।

ইনজুরিতে পড়া রাইট ব্যাক দানিলোর জায়গায় খেলানো হতে পারে এদের মিলিতাও অথবা দানি আলভেসকে।

৩৯ বছরের দানি আলভেস সুইজারল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলানোর ঝুঁকি তিতে নেবেন কি-না সেটা নিয়েও সংশয় আছে। সেজন্য মিডফিল্ডার লুকাস পাকুয়েতার জায়গায় ফ্রেডকে খেলানো হতেও পারে।

মিডফিল্ডার ব্রুনো গিমারেজও একাদশে স্থান পেতেও পারেব। ব্রাজিলের নিয়মিত মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে ফর্মে থেকে বিশ্বকাপে এসেছেন ব্রুনো। সেন্ট্রাল ডিফেন্সে কাসেমিরোর পাশে বাঁ-পায়ের মিডফিল্ডার হওয়ায় ফ্রেড কিছুটা এগিয়ে। তবে ব্রুনোকে নামানোর সম্ভাবনাও থাকছে। এরবাইরে অন্য অপশন হিসেবে আছেন গ্যাব্রিয়েল জেসুসও।