দাপুটে জয় সেনেগালের, বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক কাতার

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দাপুটে জয় সেনেগালের, বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক কাতার

দাপুটে জয় সেনেগালের, বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক কাতার

ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গেল আয়োজক দেশ কাতার। গ্রুপের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ সফর শেষ হল কাতারের। গ্রুপ 'এ'-এর এই ম্যাচে একটি পয়েন্ট হলেও অর্জন করতে হত কাতারকে বিশ্বকাপ অভিযানে টিকে থাকার জন্য। কিন্তু প্রবল প্রতিপক্ষ সেনেগালের বিরুদ্ধে করতে পেল না কাতার। দাপট দেখিয়ে কাতারের বিরুদ্ধে জয় তুলে নিল আফ্রিকার দেশ সেনেগাল।

শুক্রবার (২৫ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে সেনেগাল। অন্যদিকে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে কাতারের। গ্রুপের অন্য দু’দল নেদারল্যান্ডস ও ইকুয়েডর।

বিজ্ঞাপন

এদিকে ৯২ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো কোনো স্বাগতিক দল শুরুর দুই ম্যাচে হার দেখেনি। তবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে এসে সেই চিত্র বদলে গেল। লজ্জার একটি বিশ্বরেকর্ডে নাম লেখালো এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার।

ম্যাচটিতে প্রথমার্ধ শেষেই ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। দলটির পক্ষে প্রথমার্ধে গোল করেছিলেন বোলায়ে দিয়া। খেলার ৪১তম মিনিটে গোল দিয়েছেন এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আরেকটি গোল দিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান ঈগলরা। দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন ফামারা দিদিউ। ম্যাচের ৭৮তম মিনিটে কাতারের পক্ষে মোহাম্মদ মুন্তারি একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেন।

তবে খেলার ৮৪তম মিনিটে সেনেগালের পক্ষে বাম্বা দিয়েং গোল দিয়ে ৩-১ গোল ব্যবধানের জয় নিশ্চিত করেন। টানা দুই হারে এক ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল স্বাগতিকরা। অন্যদিকে এই জয়ে বিশ্বকাপের মঞ্চে টিকে রইলো সাদিও মানের দল।