রোনালদোর ইতিহাস, জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের!

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাড্ডা-হাড্ডি লড়াই, জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের!

হাড্ডা-হাড্ডি লড়াই, জয় দিয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের!

ঘানার বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল রোনালদো পর্তুগাল। বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল পর্তুগাল। বিশেষজ্ঞরা বলছেন, এ বারই হয়তো পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে এবারে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে পাঁচটি বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো।   

খেলার ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। বক্সের মধ্যে ঘানার ভুলের কারণেই পেনাল্টি পায় পর্তুগাল। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। 

বিজ্ঞাপন

রোনালদো গোল করার মাত্র ৮ মিনিট ব্যবধানে গোল করে খেলায় ফেরান ঘানার আন্দ্রে আইয়ু। 

এরপর ৭৮ ও ৮০ মিনিটে পরপর দুই গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগালের জো ফিলিক্স ও রাফেল লিও।

৮৯ মিনিটে ওসমান বুকারির গোলের ব্যবধান (৩-২) কমায় ঘানা।  কাতারের দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।