ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে নেই মুস্তাফিজ-শরিফুল
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। আজকের ম্যাচের একাদশে নেই মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
তাদের দুজনের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন পেসার এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
প্রথম ম্যাচ জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ জিতবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর আরব আমিরাতে সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ।
দলে একটি পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাতও। জুনাইদ সিদ্দিকের জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ পেসার জহুর খান।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।
আরব আমিরাত একাদশ: সিপি রিজওয়ান (অধিনায়ক), ভ্রিতিয়া অরভিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কার্তিক মিয়াপ্পান, জহুর খান, সাবির আলি ও আয়ান খান।