আমিরাতকে হারাতেই ঘাম ঝরে গেল টাইগারদের
সিরিজের প্রথম ম্যাচেই হারের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। খাদের কিনারা থেকে উঠে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ রানে জিততে ঘাম ঝরে গেছে টাইগারদের। নারী ক্রিকেটাররাও তাদের সমান ৭ উইকেটে পেয়েছে কষ্টার্জিত জয়।
জয়ের লক্ষ্য ১৫৯ রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় আমিরাত। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন চেরাগ সুরি। আয়ান আফজাল খান যোগ করেন ২৫ রান।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
দলের অন্য সবাই ব্যাট হাতে সফল হলেও ব্যতিক্রম কেবল আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের ঝালিয়ে নিলেন দুজনে।
ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে অসাধারণ এক ফিফটি আদায় করে নেন ম্যাচসেরা আফিফ। ৫৫ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজান তিনি ৭৭* রানের দুর্বার এক হার না মানা ইনিংস।
আর ২৫ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সোহান। দুজনের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের লড়াকু পুঁজি গড়েছে টাইগাররা।
আমিরাতের হয়ে দুটি উইকেট নেন কার্তিক মেইয়াপ্পান। একটি করে উইকেট নেন জোয়ার ফরিদ, আয়ান আফজাল খান ও সাবির আলী।